ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র‌্যালি
শাহীন আলম
Published : Monday, 14 June, 2021 at 6:55 PM
দেবিদ্বারে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র‌্যালি‘রক্ত দিন, জীবন বাচাঁন’ এই শ্লোগানে বিশ্ব রক্তদাতা দিবস ২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় দেবিদ্বার মসজিদ মার্কেট থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিউমার্কেটে এসে শেষ হয়। সামাজিক সংগঠন দৃষ্টান্ত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান। দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি মো.সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি হিরন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, ডা. শাহীন আলম সরকার, সাংবাদিক ফখরুল ইসলাম সাগর, ব্লাড ফর দেবিদ্বারের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সজিব, ছাত্রবন্ধু রক্তদানের প্রতিষ্ঠাতা পারভেজ সরকারসহ আরো অনেকে। 
আয়োজকরা জানান, দেবিদ্বারে সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে আজকের এ আয়োজন। আমরা চাই মানুষ রক্তদানে উৎসাহী হোক। একজন সুস্থ ও নীরোগ মানুষ প্রতি ৩ মাস অন্তর অন্তর রক্ত দান করতে পারেন। এতে শরীরের কোনও ক্ষতি তো হয়ই না, বরং আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ওসি মো. আরিফুর রহমান জানান, রক্ত একজন মুমুর্ষ মানুষের জীবন বাঁচায়। সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা জরুরি মুহুর্তে রক্তের অভাবে জীবন সংটাপন্ন হয়ে দাঁড়ায়। ওই মুহুর্তে রক্তদানে যারা এগিয়ে আসে তারাই প্রকৃত মানুষ।