ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মার্কিন সাংবাদিককে মুক্তি দিলো মিয়ানমার জান্তা
Published : Monday, 14 June, 2021 at 7:48 PM
মার্কিন সাংবাদিককে মুক্তি দিলো মিয়ানমার জান্তামিয়ানমারের কারাগারে থাকা মার্কিন সাংবাদিক নাথান মং-কে মুক্তি দিয়েছে জান্তা সরকার। পুলিশ তার বিরদ্ধে যে অভিযোগ এনেছিলো তা প্রত্যাহার করায় সোমবার মুক্তি পান কামায়ুত মিডিয়ার এই সাংবাদিক। তার আইনজীবীর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গত ৯ মার্চ আটকের পর মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের ইনসেইন কারাগারে বন্দি ছিলেন তিনি। তার আইনজীবী তিন জার বার্তা সংস্থা এএফপিকে জানান, কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। নাথান আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা রয়েছে’।

মার্কিন সাংবাদিক মং স্থানীয় পত্রিকা কামায়ুত মিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা। সেনাবাহিনীর বিরুদ্ধাচরণে উৎসাহ দেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা ঔপনিবেশিক আইনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় বলে জানান আইনজীবী। গত মাসে একই আইনে এক সাংবাদিককে দু’বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা সরকার।

গেল পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। এরপর থেকেই আটক আছেন তিনি। অভ্যুত্থানের পর থেকে দেশটিতে নাগরিক অসহযোগ আন্দোলন ও বিক্ষোভ চলছে। আন্দোলন দমন করতে গিয়ে আট শতাধিক মানুষ হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে সু চির দল বিলুপ্ত করার হুমকিও দিয়েছে জান্তা সরকার। একই সঙ্গে নিজ দেশের পাশাপাশি বিদেশি সাংবাদিকদের হয়রানি করছে সামরিক সরকার।