ফেনীর দাগনভূঞায় মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে ছাত্রলীগ নেতা আবুল হোসেন মানিক মারা গেছেন। গতকাল রবিবার রাতে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহত আবুল হোসেন দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর গামের আবুল হোসেনের ছেলে ও রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি।
নিহতের স্বজন ও ফেনী জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার ভোরে মশার কয়েলের আগুন থেকে বিছানায় আগুন লেগে সে দগ্ধ হয়। পরে স্বজনরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপন নাথ জানান, মানিকের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ সোমবার পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে।