মুরাদনগরে সর্বোচ্চ করদাতাদের মাঝে সম্মান প্রদানের মধ্যদিয়ে ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
Published : Tuesday, 15 June, 2021 at 12:00 AM
মুরাদনগর সংবাদদাতা ||
‘‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে এক ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে শেষ হলো ভূমি সেবা সপ্তাহ ২০২১।
রবিবার বিকালে উপজেলা ভূমি অফিসে উপজেলার প্রতিটা ইউনিয়নের সর্বোচ্চ করদাতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদানের মধ্য এ দিয়ে সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী হারুনুর রশিদ, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ারুল হক, সার্ভেয়ার সাইদুর রহমান, নাজির আশিকুর রহমান, সায়রাত সহকারী রাহেলা সুলতানাসহ সকল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ও প্রতিটা ইউনিয়নের সর্বোচ্চ করদাতাবৃন্দ।
প্রধান অতিথি বলেন, মুজিব শতবর্ষে সরকার দেশের ভূমি সেবাকে হয়রানি মুক্ত ও সহজ করার লক্ষে ভূমি উন্নয়ন কর অনলাইন করছে সেজন্য প্রতিটি ইউনিয়নে ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রেশন চলছে পাশাপাশি কর আদায় এবং হয়রানি মুক্ত ভূমি সেবার লক্ষে ই-নামজারির কার্যক্রম চলমান রয়েছে। তিনি সকল জমির মালিকদের ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রেশন করার আহ্বান জানান।