Published : Tuesday, 15 June, 2021 at 12:00 AM, Update: 15.06.2021 1:43:22 AM
মাসুদ
আলম।। মফস্বলের খেলাধুলাকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যায়ে নিতে ঢাকার
বাহিরের স্টেডিয়ামগুলোর অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায়
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকেও আন্তর্জাতিক মানের ফুটবল
স্টেডিয়ামে রূপান্তর করা হবে। সোমবার সকালে কুমিল্লায় স্টেডিয়াম
পরিদর্শনকালে এক কথা বলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম।
তিনি
আরও বলেন, ফুলবল এখনও দেশের সকল মানুষের কাছে একটি জনপ্রিয় খেলা। এটি এখনও
হারিয়ে যায়নি। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এসব উদ্যোগ নেয়া হয়েছে।
কারণ ফুটবল মানুষ এখনও টিকেট কেটে স্টেডিয়ামে প্রবেশ করে খেলা উপভোগ করছেন।
মাসুদ করিম আরও বলেন, ঢাকার বাহিরে যে কয়েকটি স্টেডিয়াম আছে তারমধ্যে
কুমিল্লা স্টেডিয়াম অনেক নান্দনিক। এরমধ্যে আরও কিছু উন্নয়ন করা হলে তার
আন্তর্জাতিক স্টেডিয়ামের মান পাবে। এই স্টেডিয়াম থেকে খেলোয়াররা জাতীয় ও
আন্তর্জাতিক মানের খেলোয়ার হিসেবেও গড়ে উঠবে।
শহীদ ধীরেন্দ্রনাথ
স্টেডিয়াম পরিদর্শনে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ
সম্পাদক আবু নাঈম সোহাগ, জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক
সরোয়ার জাহান, কুমিল্লা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত ও
কুমিল্লা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন
প্রমুখ।