Published : Tuesday, 15 June, 2021 at 12:00 AM, Update: 15.06.2021 1:43:55 AM
মাসুদ আলম।।
ছয়
সপ্তাহ পর ফের কুমিল্লায় বাড়লো করোনা শনাক্তের সংখ্যা। সঙ্গে বাড়লো করো
শনাক্তের হারও। এক লাফে করোনা শনাক্তের হার ১৬.১ শতাংশে পৌঁছেছে। গত ছয়
সপ্তাহ ধরে কুমিল্লায় দৈনিক করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩০ এর নিচে থাকলেও
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর
আগে গত ৪ মে করোনায় করোনা শনাক্তের সখ্যা ছিলো ৪৮ জন। এছাড়া একদিন আগে
রবিবার জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিলো মাত্র ১৫জন। ২৪ ঘন্টার ব্যবধানে
হঠাৎ শনাক্ত বেড়েছে প্রায় অর্ধশত শনাক্তে পৌঁছেছে। তবে এদিন করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে কুমিল্লা কেউ মারা যায়নি।
সোমবার কুমিল্লা সিভিল সার্জন
অফিস জানান, গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ২৯২টি করোনা রিপোর্টের মধ্যে নতুন করে
আরও ৪৭ জনের শর রে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন
এলাকায় ৩১জন। এছাড়াও কুমিল্লা আদর্শ সদর, বুড়িচং ও চৌদ্দগ্রামে দুইজন করে,
সদর দক্ষিণ, ব্রাহ্মণপাড়া, চান্দিনা ও বরুড়ায় একজন করে, লাকসাম ও
নাঙ্গলকোটে তিনজন করে।
সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, গত
বছরের ৭ এপ্রিল থেকে জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ৮৫ জন করোনা আক্রান্তদের
মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৯৩ জন। এছাড়া এই আক্রান্ত ব্যক্তিদের মধ্যে
মৃত্যু বরণ করেছেন ৪৫১ জন।