মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারতো। চলতি ইউরোতে হার্ট অ্যাটাক করে মাঠের মধ্যে পড়ে যাওয়া ক্রিশ্চিয়ান এরিকসেনকে নিয়ে বেশ ভয়ই পেয়ে গিয়েছিলেন সবাই।
তবে এখন শঙ্কা অনেকটাই কেটে গেছে ডেনমার্কের এই তারকা মিডফিল্ডারকে নিয়ে। মঙ্গলবার হাসপাতাল থেকে ভক্তদের উদ্দেশ্যে এরিকসেন নিজেই এক সেলফি তুলে বার্তা পাঠিয়েছেন ভক্তদের উদ্দেশ্য।
মঙ্গলবার ইনস্টাগ্রামে হাসিমাখা মুখের এক পোস্ট দিয়ে এরিকসেন লিখেছেন, ‘এই মুহূর্তে আমি ভালো আছি। হাসপাতালে এখনও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তবে ভালো অনুভব করছি।’
মাঠের মধ্যেই নিথর হয়ে গিয়েছিলেন। ইউরো কাপে ফিনল্যান্ডের সঙ্গে ম্যাচের ৪৩ মিনিট হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল এরিকসেনের। প্রাথমিক চিকিৎসায় জ্ঞান না ফেরায় তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সতীর্থ ও ভক্ত-সমর্থকদের অনেকেই কান্নায় ভেঙে পড়েছিলেন।
ভক্তদের প্রতি ইনস্টাগ্রাম পোস্টে এরিকনসেনের বার্তা, ‘আপনাদের সুন্দর এবং হৃদয়গ্রাহী শুভকামনা এবং বিশ্বের সব প্রান্ত থেকে যেভাবে সবাই খোঁজ নিয়েছেন, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এবং আমার পরিবারের জন্য এটা অনেক বড় পাওয়া।’
এরিকসেনের ওই ঘটনার পরই স্থগিত করা হয়েছিল ইউরোর ম্যাচটি। তবে হাসপাতালে জরুরী ‘সিপিআর’ চিকিৎসার পর ড্যানিশ মিডফিল্ডারের জ্ঞান ফেরার খবর শুনে ফের মাঠে নামতে রাজি হন সতীর্থরা।
যদিও মাঠে নামার পর মানসিক অবস্থা মোটেই ভালো ছিল না ডেনমার্কের খেলোয়াড়দের। যার স্পষ্ট ছাপ দেখা গেছে পারফরম্যান্সে। পুরো ম্যাচে দাপট দেখিয়ে খেললেও গোল আদায় করতে পারেনি ডেনমার্ক।
বরং এক গোলে পিছিয়ে পড়ার পর পেনাল্টি পেয়ে সেটিও মিস করে সাবেক চ্যাম্পিয়নরা, ১-০ গোলে হারে প্রথমবারের মতো ইউরো খেলতে আসা ফিনল্যান্ডের কাছে।
তবে আগামী ম্যাচে তিনিও দলকে সমর্থন দিতে পারবেন ভেবে ভালো লাগছে এরিকসেনের। তারকা এই মিডফিল্ডার লিখেছেন, ‘এখন আমি আগামী ম্যাচে এই ছেলেদের হয়ে ডেনমার্ক দলের জন্য গলা ফাটাতে পারব। তোমরা ডেনমার্কের সবার জন্য খেলো।’