আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠেছে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ ক্যাম্প। মঙ্গলবার জেনারেল ধেগোবাদান মিলিটারি ক্যাম্পে হামলায় কমপক্ষে ১৫ সেনা সদস্য নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সেনা কর্মকর্তা মোহাম্মেদ আদান জানান, ‘সদ্য নিযুক্ত সেনাদের প্রশিক্ষণের সময় ছদ্মবেশে ছিলো কয়েকজন। তারাই ওই হামলা চালিয়েছে। আমি এ পর্যন্ত ১৫ জনের মৃতদেহ দেখেছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে’।
আত্মঘাতী বোমা হামলায় আহতদের উদ্ধার করে মোগাদিসু মদিনা হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পর এলাকাটি নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িতরা দায় স্বীকার করেনি। গত ১৮ মাসের মধ্যে এটি সবচেয়ে নৃশংস হামলার ঘটনা। ২০১৯ সালে দেশটির এক নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৮১ জন প্রাণ হারান।
সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাবাব দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। রাজধানীসহ ছোট বড় শহরে হামলা চালিয়ে নিজেদের উপস্থিতির জানান দেয় তারা।