কুমিল্লার দেবিদ্বারে মসজিদে ইমামের নামায পড়াকে কেন্দ্র করে কমিটির দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দল্লাহপুর বেলানগর মাদরাসা মসজিদে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ৯৯৯ কল করলে দেবিদ্বার থানা পুলিশের এএসআই মো. রহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় ফাতেমা নামে এক নারীসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় বুধবার (১৬ জুন) দুপুরে চিকিৎসক আক্তার হোসেন, কানু মিয়া, তাজু মিয়া, আবু বকর, সজিবসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারীর ছেলে আশানুর মিয়া। জানা গেছে, মসজিদের বর্তমান কমিটির নিয়োগকৃত ইমাম মাও. মুফতি আবদুল আজিম মাগরিবের নামায পড়াতে গেলে কানু নামে এক লোক ওই ইমামকে নামায পড়াতে বাঁধা দেন। পরে এ ঘটনায় কমিটির দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় মসজিদে আসা নামাযের কয়েকজন মুসুল্লিও গুরুতর আহত হয়। সংঘর্ষে আশানুর নামে এ যুবককে মারধর থেকে বাঁচাতে এগিয়ে এলে তার মা ফাতেমা বেগম মারধরের শিকার হয়।
মসজিদের ইমাম মাও. মুফতি আবদুল আজিম বলেন, আমি পূর্বে এ মসজিদে নামায পড়িয়েছি। মাঝখানে আমি মুফতি পাশের জন্য চলে যাই, পরে মসজিদ কমিটির অনুরোধে আমি মুফতি পাশ করে এখানে আবার যোগ দেই। কমিটি নিয়ে দ্বন্ধ চলে আসছে অনেকদিন এর জেরে আমাকে নামায পড়াতে দেওয়া হয়নি। আমাকে লাঞ্ছিত ও অপমান করেছে একটি পক্ষ।
মসজিদ কমিটির সেক্রেটারী মো. সাইফুল ইসলাম শামীম জানান, একটি চক্র মসজিদে নামায পড়াতে ইমামকে বাধা দিয়েছে। তারা ইমামকে টেনে হেচরে মসজিদ থেকে বের করে দিয়েছে। এর আগেও তারা এক ইমামকে অপমান করে মসজিদ থেকে বের করে দিয়েছে। মসজিদ একটি পবিত্রস্থান সেখানে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে। ফাতেমা বেগম নামে এক নারীকে তারা মসজিদ মাঠে বেদম মারধর করেছে। তারা এলাকার চিহ্নিত মাদক কারবারীদের নিয়ে দেশীয় অস্ত্র লাঠি নিয়ে হামলা চালায়।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফুর রহমান জানান, ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত ফাতেমা বেগমের ছেলে আশানুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।