গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছয় রোগী মারা গেছেন। এর মধ্যে দুইজন করোনা আক্রান্ত ছিলেন, বাকিদের শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ ছিলো।
মৃতরা হলেন- করোনা আক্রান্ত জামালপুরের আব্দুল হাই (৭৭) ও টাঙ্গাইলের হাসমত আলী (৪০)। এছাড়া করোনা সন্দেহে মারা গেছেন- জামালপুরের হৃদয় হাসান (২২), আব্দুল আজিজ (৭৫), রফিকুল ইসলাম (৪৫) ও ময়মনসিংহের মুক্তাগাছার খোদেজা বেগম (৬০)।
বুধবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, এদের সবাই শ্বাসকষ্ট নিয়ে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে করোনা ওয়ার্ডে ১১০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আইসিইউতে আট, কেবিন ও ওয়ার্ডে ১০২ জন রয়েছেন।
করোনা ওয়ার্ডে রোগীদের সেবায় সার্বক্ষণিক চিকিৎসক ও নার্সরা তৎপর আছেন বলেও জানান তিনি।