আগামী আগস্টের মধ্যে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, আগস্টে ১০ লাখ টিকা কোভ্যাক্স থেকে আমরা পাব। সেই চিঠি আমরা পেয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে। তবে এর বাইরে আর কোনো টিকার বিষয়ে নিশ্চিত না হয়ে তিনি কিছু বলতে পারছেন না বলে জানিয়েছেন।
চীন ও রাশিয়ার টিকার বিষয়ে তিনি বলেন, আমাদের এখনও চীন কিছু জানায়নি। আশা করছি এ মাসের মধ্যে জানাবে। আমাদের পক্ষ থেকে যা কিছু করার ছিল, তা শেষ। এছাড়া রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে, আজকেও আলোচনা আছে। আজ হয়ত তারা সিদ্ধান্ত দেবে, কবে দেবে, কী পরিমাণ দেবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা পাওয়ার বিষয়ে নতুন কিছু জানতে পারেননি তারা। তবে যোগাযোগ অব্যাহত রয়েছে।