ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে দেবীদ্বারে 'ব্লাড ক্যাম্প'র আলোচনা সভা অনুষ্ঠিত
এবিএম আতিকুর রহমান বাশার
Published : Wednesday, 16 June, 2021 at 8:42 PM
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে দেবীদ্বারে 'ব্লাড ক্যাম্প'র আলোচনা সভা অনুষ্ঠিত"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন" এই শ্লোগান‌কে সামনে নিয়ে, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করে 'ব্লাড ক্যাম্প' দেবীদ্বারের সদস্যরা।
বুধবারবার রাতে দেবীদ্বার আল-আরাফা ডায়াগনস্টিক সেন্টারে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
ব্লাড ক্যাম্প দেবীদ্বার'র উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক মুন্সী'র সভাপতিত্বে ও ব্লাড ক্যাম্প দেবীদ্বার'র সভাপতি মোঃ আল-আমিন কিবরিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সততা ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান মোঃ সোহেল রানা। 
এছাড়াও উপস্থিত ছিলেন ব্লাড ক্যাম্প দেবীদ্বার'র সহ-সভাপতি হাফেজ মো. আবু হানিফ, সাংবাদিক শফিউল আলম রাজীব, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসান রুবেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বরকতুল্লাহ, সদস্য মোহাম্মদ শাহপরান, মোঃ সোহেল তানভির, মোঃ আব্দুল্লাহ আল-রাফি, মোঃ ফাহিম রায়হান, মোঃ রিফাত মামুন প্রমুখ।
বক্তারা বলেন, দেবীদ্বার'র বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক গুলোতে রক্তের যে পরিমাণ ঘাটতি ছিল তা দিন দিন অনেকটাই কমে এসেছে। গড়ে উঠেছে বিভিন্ন স্বেচ্ছায় রক্তদান সংগঠন, এখন বছরে যে পরিমাণ রক্তের প্রয়োজন হয় তার অধিকাংশই জোগান দিচ্ছে স্বেচ্ছায় রক্তদাতারা। 'ব্লাড ক্যাম্প দেবীদ্বার' সহ দেবীদ্বারের সকল রক্তদান সংগঠনগলোর প্রতি রইল আন্তরিক ভালোবাসা।
রক্তদাতা দিবসের ইতিহাস তুলে ধরে বক্তারা আরো বলেন, আমরা ১৪ জুন ‘বিশ্ব রক্তদাতা দিবস’ হিসেবে উদযাপন করে আসছি। এই দিবসের উদ্দেশ্য হলো স্বেচ্ছায় এবং বিনামূল্যে রক্তদান করে যারা লক্ষ লক্ষ জীবন রক্ষা করছেন তাদের সহ সাধারণ মানুষকে রক্তদান করতে উৎসাহিত করা। 
বিশ্বব্যাপী রক্তদাতাদের কুর্নিশ জানাতে ২০০৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ১৪ জুনকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা শুরু করে। পরের বছর হু-এর ৫৮তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে সিদ্ধান্ত নেওয়া হয় রক্তদানের সচেতনতা বাড়াতে গোটা বিশ্বজুড়েই দিনটি পালন করা হবে।
অস্ট্রিয়ান বায়োলজিস্ট ও ফিজিশিয়ান কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন ১৪জুন। যিনি ব্লাড ট্রান্সফিউশিন পন্থার জনক। তাঁর জন্মদিনকে সম্মান জানাতেই আজকের দিনটিকে বেছে নেওয়া হয়েছে।
১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস এবং ২০০০ সালে নিরাপদ রক্ত প্রতিপাদ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের অভিজ্ঞতা নিয়ে বিশ্ব রক্তদান দিবসটি প্রথম পালিত হয়েছিল ২০০৪ সালে। প্রতি বছর ৮ মিলিয়ন ইউনিট রক্ত স্বেচ্ছায় দান করা হয়, তবে কেবল ৩৮ শতাংশ উন্নয়নশীল দেশ থেকে সংগ্রহ করা হয়, যেখানে বিশ্বের জনসংখ্যার ৮২ শতাংশ বাস করে। তদুপরি, বিশ্বের অনেক দেশে লোকেরা রক্তের প্রয়োাজন হলে পরিবার বা বন্ধুদের কাছ থেকে রক্তদানের উপর নির্ভর করতে হয় এবং অনেক দেশে পেশাদার রক্তদাতারা অর্থের বিনিময়ে রোগীদের রক্ত দান করছেন। তবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহ করার সময়, এটি জানা যায় যে "নিরাপদ রক্ত সরবরাহ" এর মূল ভিত্তি রক্ত স্বেচ্ছায় এবং বিনা মূল্যে দান করা হয়। কারণ তাদের রক্ত তুলনামূলকভাবে নিরাপদ এবং এই রক্তের মাধ্যমে গ্রাহকদের মধ্যে এইচআইভি এবং হেপাটাইটিসের মতো প্রাণঘাতী সংক্রমণের ঝুঁকি খুব কম।
রক্তদান বাঁচাতে পারে জীবন, ফোটাতে পারে অনেক আর্তের মুখে হাসি। আজকের দিনটি তাদের উৎসর্গীকৃত। রক্তদাতাদের জন্য। নিঃশর্তে ও অর্থ না নিয়ে অনেকেই মানবিকতার খাতিরে এগিয়ে আসেন রক্তদানে। তাদের সম্মান জানাতেই বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়।