চায়নার সিনোফার্ম (চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ) কোম্পানীর ৫৬ কার্টুন ভর্তি মোট ৩৩হাজার ৬শ ভ্যাকসিন কুমিল্লায় এসে পৌঁছেছে। ১৬জুন বুধবার সাড়ে ১২টায় স্বাস্থ্য বিভাগের পক্ষে কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন এসব ভ্যাকসিন গ্রহণ করেন। এগুলো কুমিল্লায় তৃতীয় ধাপের ভ্যাকসিন। কুমিল্লায় এ পর্যন্ত মোট ভ্যাকসিন এসেছে ৪ লাখ ৬২ হাজার ৬শ।
এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ, কো অর্ডিনেটর এমও ডিসি ডাঃ হাসান মাহমুদ ইকবাল, এমওসিএস ডাঃ সৌমেন রায়, জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট মো: আবু তাহের সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য কুমিল্লায় প্রথম দফায় ২লাখ ৮৮হাজার ডোজ ভ্যাকসিন আসে। দ্বিতীয় দফায় আসে ১লাখ ৪১হাজার ভ্যাকসিন। এর মধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেন দুই লাখ ২৬হাজার ৬শ ৩২জন। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহন করেন প্রায় ১লাখ ৬০হাজার জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।