ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ
Published : Thursday, 17 June, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক এক প্রশিক্ষণ হয়েছে। উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে বুধবার ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা তাজুল ইসলাম মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক। নব-উচ্ছাস যুব সংগঠনের অর্থ সম্পাদক গোলাম ছামদানীর উপস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম মুন্সী, নব-উচ্ছাস যুব সংগঠনের সভাপতি ইমরান আহমেদ সুমন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নব-উচ্ছাস যুব সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক  আবুবকর সিদ্দিক। প্রশিক্ষণ কর্মশালায় নব-উচ্ছাস যুব সংগঠনের সাধারণ সম্পাদক আল-আমিন ও সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ারসহ ৩০ জন সদস্য অংশ নেয়। অনুষ্ঠানে বক্তারা সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা নিয়ে ব্যাপক আলোকপাত করা হয়।