তারিখ-মেয়াদবিহীন দুধ বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
Published : Thursday, 17 June, 2021 at 12:00 AM
উৎপাদনের তারিখ ও মেয়াদবিহীন প্যাকেটজাত দুধ বিক্রিসহ কয়েকটি অপরাধে রাজধানীর মোহাম্মদপুরে জাকের ডেইরি ফার্মকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (১৬ জুন) কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
অভিযানে জাকের ডেইরি ফার্মে উৎপাদনের তারিখ ও মেয়াদবিহীন প্যাকেটে অনেক দিনের জমাট বাঁধা দুধ, দই, মাঠা, ঘি, ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। প্যাকেটের গায়ে দুই স্টিকারে মেয়াদের ভিন্ন ভিন্ন তারিখ দেয়া এবং যথাযথ লেবেলবিহীন খাদ্যদ্রব্য বাজারজাত করতে দেখা গেছে। এসব অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া জব্দকৃত তারিখ ও মেয়াদবিহীন প্যাকেটজাত দুধ, দই, মাঠা, ঘি তাৎক্ষণিক নষ্ট করে দেয়া হয়। এ সময় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার, নিরাপদ খাদ্য পরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিমসহ অন্যান্য সহকর্মী।