ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইয়াবাসহ একাধিক মামলার আসামী আটক
মানিক দাস
Published : Saturday, 19 June, 2021 at 8:19 PM
ইয়াবাসহ একাধিক মামলার আসামী আটক চাঁদপুর নতুন বাজার ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কামরুজ্জামান শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড স্বর্ণখোলা রোড থেকে তালতলা এলাকার গাজী বাড়ির একাধিক মাদক মামলার আসামী খোকন গাজী (৪২) কে ৪০ পিস ইয়াবা সহ আটক করেছেন। ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, আমরা গোপন সংবাদে খবর পেয়ে স্বর্ণখোলা রোডে অভিযান চালিয়ে খোকন গাজীকে আটক করতে সক্ষম হয়েছি। এসময় তার কাছ থেকে দেহ তল্লাশী করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছি। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, আটক খোকন গাজী দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরে মাদক ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে মাদক আইনে ১০/১২টি মামলা রয়েছে। নতুন বাজার ফাঁড়ি পুলিশ তাকে আটকের পর চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।