ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ
Published : Sunday, 20 June, 2021 at 12:00 AM, Update: 20.06.2021 2:16:40 AM
কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষঅধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ রোটারি ইন্টান্যাশনাল প্রদত্ত “কোভিড-১৯ হিরো” অ্যাওয়ার্ড অর্জন করেছেন। বাংলাদেশে করোনা মহামারীর এই ভয়াবহ পরিস্থিতির সময় নিরবচ্ছিন্ন স্বাস্থসেবা প্রদানসহ তাঁর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ পৃথিবীর সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষকে এই অ্যাওয়ার্ড প্রদানকরা হয়।ডাঃ তৃপ্তীশ চন্দ্র ঘোষ একজন কার্ডিওলজির অধ্যাপক এবং ময়নামতি মেডিকেল কলেজ, কুমিল্লা’র সাবেক অধ্যক্ষ। তিনি ১৯৯৩ সাল থেকে কুমিল্লা সিডিপ্যাথ এন্ড হস্পিটালে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা দিয়ে আসছেন। গতী ১৮ জুনঢাকায় হোটেল সেরিনায়অনুষ্ঠিত রোটারি ইন্টারন্যাশনালের রিজিওনাল পাবলিক ইমেজ কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদানকরা হয়। অ্যাওয়ার্ড তুলে দেন রোটারি ইন্টারন্যাশনালের রিজিওনাল পাবলিক ইমেজ কো-অরডিনেটর পিডিজি স্যামশওকত হোসেন।
উল্লেখ্য অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ গত এক বছরেরও বেশীসময়কালধরে দেশে করোনামহামারীরপ্রথম ও দ্বিতীয় ঢেউয়েরসময়নিজের ব্যক্তিগত চেম্বার খোলা রেখেসরাসরি রোগীদেরচিকিৎসা সেবাকার্যক্রম অব্যহত রেখেছেন। পাশাপশিবিভিন দেশী-বিদেশীটিভিচ্যানেলেএবংসামাজিক যোগাযোগমাধ্যমে কোভিড-১৯ সম্পর্কে সচেতনতামূলকআলোচনা ও টকশোকরারমাধ্যমে তিনি জনগনকেসচেতনকরার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকরেন। এই সময়কালে তিনি ‘করোনাকালে হৃদরোগ’নামেএকটিবইরচনা ও  প্রকাশকরেছেনএবংএটিপাঠকমহলেব্যপকসমাদৃত হয়। এই বইয়েকরোনাভাইরাস, এর প্রতিরোধ, চিকিৎসাএবং রোগপরবর্তীবিভিন্নজটিলতা ও করোনায়মৃত্যুরকারণসম্পর্কে বিস্তারিতধারণা দেয়া হয়েছে।  এছাড়াও তিনি ‘রোটারিইন্টান্যশনাল - ব্যক্তি থেকে বিশ^’নামেবাংলায় রোটারিসম্পর্কে প্রথমএকটিপূর্ণাংগ তথ্যবহুলবইরচনা ও প্রকাশকরেছেন। এবং এই বইবিক্রি করেএকলক্ষটাকা  রোটারিইন্টারন্যশনাল জেলা-৩২৮২ এর কোভিড দূর্যোগতহবিলে দানকরেন। তিনি রোটারিক্লাব অব কুমিল্লার উদ্যেগে কোভিড রোগীদেরসাহায্যার্থে  ‘রোটারি অক্সিজেন ব্যাংক’গঠনেও উদ্যোগীভুমিকাপালণকরেন।  
তিনি হৃদরোগপ্রতিরোধ, চিকিৎসা, পুণর্বাসন ও গবেষণামূলকপ্রতিষ্ঠান - হার্ট কেয়ারফাউন্ডেশন, কুমিল্লা, বাংলাদেশ -এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। যারমাধ্যমে তিনি হৃদরোগবিষয়েজনসচেতনতা তৈরীরপাশাপাশিকয়েকহাজার দুস্থ: জনগোষ্ঠীকেচিকিৎসা সেবাদিয়েযাচ্ছেন। তিনি সদরউপজেলাপ্রতিবন্ধীউন্নয়নপরিষদ, কুমিল্লা'রসভাপতি।এ্রমাধ্যমে তিনি এ অঞ্চলেরকয়েকশপ্রতিবন্ধীপরিবারকেএইসময়কালেএকাধিকবারখাদ্য সহায়তা, সেলাই মেশিন, হুইল চেয়ার, হাঁস-মুড়গী, গরু-ছাগলইত্যাদি প্রদানেরমাধ্যমে তাদেরকে স্বাবলম্বী হিসেবেগড়েতুলতেসর্বত্মকচেষ্টাকরেযাচ্ছেন।
অধ্যাপকডাঃ তৃপ্তীশ চন্দ্র ঘোষকমিউনিটিপুলিশিংবাংলাদেশ, কুমিল্লা জেলাশাখার কোষাধ্যক্ষএবংকুমিল্লা জেলা দুর্নীতিপ্রতিরোধকমিটিরসদস্য।এছাড়াও তিনি বিভিন্নসামাজিক ও পেশাজীবিসংগঠনের সাথে জড়িতরয়েছেন।
তিনি টাংগাইল জেলারনাগরপুরে  এক সম্ভ্রান্তপরিবারেজন্মগ্রহনকরেন। চট্টগ্রাম মেডিক্যালকলেজ থেকেএমবিবিএসপাশকরে ১৯৯২ সালেকার্ডিওলজিতেপিএইচ.ডিডিগ্রিলাভকরেন। পরবর্তীতেবাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টালকাউন্সিলতাকেকার্ডিওলজিতে ¯œাতকোত্তরএমডিডিগ্রীসমমানপ্রদানকরেন। তিনি ২০০৫ সালেআমেরিকানকলেজ অব কার্ডিওলজিএবং ২০০৭ সালেরয়েলকলেজ অব ফিজিশিয়ানস অব এডিনবার্গ থেকে ফেলোশীপডিগ্রীঅর্জনকরেছেন।  এ ছাড়াও হৃদরোগচিকিৎসা ও গবেষণায়বিশেষঅবদানের জন্য ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি ২০০৬ সালেতাকে সম্মানসূচক ফেলোশিপপ্রদানকরেন।
তিনি পৃথিবীরসর্ববৃহৎআর্ন্তজাতিক সেবামূলকসংগঠন রোটারিইন্টারন্যাশনাল এর হয়ে দীর্ঘদিনযাবত সেবামূলককাজের সাথে জড়িত। তিনি ২০০৭-০৮ রোটাবর্ষে কুমিল্লা রোটারিক্লাব-এর প্রেসিডেন্টছিলেন। এছাড়াও তিনি রোটারিইন্টারন্যাশনালডিষ্ট্রিক্ট-৩২৮০ -এর এসিস্ট্যান্টগভর্নর ও ডেপুটিগভর্নরহিসেবে দায়িত্ব পালনকরেছেন। বর্তমানে রোটারিইন্টারন্যাশনালডিষ্ট্রিক্ট-৩২৮২ -এর এডিশনালডিষ্ট্রিক্ট ট্রেইনারহিসেবে দায়িত্ব পালনকরছেন।
অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ -এর জন্মস্থান টাঙ্গাইল হলেওবর্তমানে তিনি কুমিল্লায় স্থায়ীভাবেবসবাসকরছেন। তাঁর স্ত্রী ডা. মল্লিকাবিশ্বাসএকজনসনোলোজিষ্টএবং কোভিডেরবিরুদ্ধে সম্মূখসারির যোদ্ধা। তিনিওএই‘কোভিড-১৯ হিরো’অ্যাওয়ার্ড অর্জন করেছেন।  তিনি দুইকণ্যা – ডাঃ মেধা ঘোষ ও নেহা ঘোষএবং এক পুত্রসন্তানদিগি¦জয় ঘোষ রোহন -এর জনক।