ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কোভিড-১৯ হিরো অ্যাওর্য়াড পেলেন ডা. মল্লিকা বিশ্বাস
Published : Sunday, 20 June, 2021 at 12:00 AM, Update: 20.06.2021 2:16:43 AM
কোভিড-১৯ হিরো অ্যাওর্য়াড পেলেন ডা. মল্লিকা বিশ্বাসডা. মল্লিকা বিশ্বাস রোটারি ইন্টান্যাশনাল প্রদত্ত “কোভিড-১৯ হিরো” অ্যাওয়ার্ড অর্জন করেছেন। বাংলাদেশে করোনা মহামারীর এই ভয়াবহ পরিস্থিতির সময় নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা প্রদানসহ তাঁর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ পৃথিবীর সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে ডাঃ মল্লিকা বিশ্বাস কে এই অ্যাওয়ার্ডপ্রদান করা হয়। ডাঃ মল্লিকা বিশ্বাস ১৯৯৩ সাল থেকে কুমিল্লা সিডি প্যাথ এন্ড হস্পিটালে কনসালটেন্ট সোনোলজিস্ট হিসেবে চিকিৎসা দিয়ে আসছেন। গত ১৮ জুন ঢাকায় হোটেল সেরিনায় অনুষ্ঠিত রোটারি ইন্টারন্যাশনালের রিজিওনাল পাবলিক ইমেজ কনফারেন্সে আনুষ্ঠানিক ভাবে এই পুরস্কার প্রদান করা হয়। অ্যাওয়ার্ডতুলে দেন রোটারি ইন্টারন্যাশনালের রিজিওনাল পাবলিক ইমেজ কোঅরডিনেটর পি ডি জি স্যাম শওকত হোসেন।
কবি ডা. মল্লিকা বিশ্বাস টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্তপরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৯০ সালে এমবিবিএস পাস করেন।  পরবর্তীতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে রেডিওলজি ও ইমেজিং এ পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা করে দেশে ফিরে আসেন। তিনি পেশায় সনোলজিস্ট এবং ক্লিনিক্যাল আল্ট্রাসনোগ্রাফির শিক্ষক।তিনি ২০২০ সালে রয়েল কলেজ অব ফিজিসিয়ান্স অব এডিনবার্গ থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করেছেন। ডা. মল্লিকা বিশ্বাস বাংলাদেশ সোসাইটি অফ আল্ট্রাসনোগ্রাফি, কুমিল্লা’র সভাপতি। তিনি হৃদরোগ প্রতিরোধ, চিকিৎসা, পুর্ণবাসন ও গবেষণামূলক প্রতিষ্ঠান হার্ট কেয়ার ফাউন্ডেশন, কুমিল্লা, বাংলাদেশ এর সহ-সভাপতি। ইনার হুইল ক্লাব অব কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান রোটারি ইন্টারন্যাশনাল থেকে  পল হ্যারিস ফেলো (পি.এইচ.এফ) সম্মানে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি একজন সফল চিকিৎসক হিসেবে ‘ছায়ানীড়’ ও ‘আমরা কুঁড়ি’ এর গুণিজন সন্মাননা পেয়েছেন। তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা জেলা শাখার সভাপতি। রবীন্দ্র সাহিত্য ও সংগীত বিষয়ক তাঁর লেখা বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়।এর আগে তাঁর চারটি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে।তিনি দেশ বিদেশের অনেক জায়গা ঘুরে দেখেছেন। চলার  পথের চিরসাথী হলেন কবি ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। তিনি দুইকন্যা ও এক পুত্র সন্তানের জননী।
করোনা মহামারীকালে ডাঃ মল্লিকা বিশ্বাস যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সাথে নিয়মিত রোগীর সেবাদান কার্যক্রম অব্যহত রেখেছেন এবং এখনো রাখছেন। তিনি ইনার হুইল ক্লাব অব কুমিল্লার চার্টার প্রেসিডেন্ট। ইনার হুইল ক্লাব অব কুমিল্লা ও ইনার হুইল ক্লাব অব দিলকুশা সহ ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর কয়েকটি ক্লাব এর উদ্যোগে অর্ন্তজালে ৩০ শে সেপ্টেমবর ২০২০ এ বিশ^ হার্ট দিবস উদযাপন করা হয়। অক্টোবর মাস ‘স্তন ক্যান্সার’ সচেতনতা মাসে ইনার হুইল ক্লাব অব কুমিল্লা ও ওয়াই ডব্লিউ সি এ কুমিল্লার উদ্যোগে ওয়েবিনার ও স্বাস্থ্যবিধি মেনে সচেতনতামূলক র‌্যালি করা হয়। ওয়েবিনারে মূল বক্তা ছিলেন ডাঃ মল্লিকা বিশ্বাস, তিনি র‌্যালির ও নেতৃত্ব দেন। আন্তর্জাতিক ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে ২৫ শে নভেম্বর ২০২০ এ ইনার হুইল ক্লাব অব কুমিল্লার উদ্যোগে ডা. মল্লিকা বিশ্বাসের নেতৃত্বে কুমিল্লা নগরীতে স্বাস্থ্যবিধি মেনে র‌্যালির আয়োজন করা হয়। এছাড়াও ০৪ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ইনার হুইল ক্লাব অব কুমিল্লার উদ্যোগে ডা. মল্লিকা বিশ্বাসের সঞ্চলনায় ‘করোনা মহামারী কালে পারিবারিক সহিংসতার ফলে নারীর মানসিক স্বাস্থ্যে প্রভাব’ শীর্ষক ভার্র্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। ইনার হুইল ক্লাব অব কুমিল্লা ও ওয়াই ডব্লিউ সি এর উদ্যোগে জানুয়ারী ২০২১ এ ‘জরায়ুমুখ ক্যান্সার’ সচেতনতা মাস উপলক্ষে ভার্চুয়াল সেমিনারের আয়োজন করা হয় যাতে ডাঃ মল্লিকা বিশ্বাস ছিলেন প্রধান বক্তা।  এ ছাড়াও তিনি অনলাইন বিভিন্ন চ্যানেলে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। ইনার হুইল ক্লাব অব কুমিল্লা সহ ইনার হুইল জেলা ৩৪৫ এর বিভিন্ন ক্লাবগুলোর সহযোগীতায় রোটারি ক্লাব অব কুমিল্লার রোটারি ডেন্টাল কেয়ারে একটি এক্সরে মেশিন প্রদান করা হয়। ডাঃ মল্লিকা বিশ্বাস করোনা কালে মানবতার অগ্রসেনানী- সম্মুখ সারির সকল করোনা যোদ্ধাদের প্রতি উৎসর্গ করেছেন ‘করোনা কালের পদ্য’ কাব্যগ্রন্থটি। করোনা কালে তিনি আরো লিখেছেন ‘ঝরা পাতার সুখ দুঃখ’ কাব্যগ্রন্থটি।