গত দেড় মাসে কুমিল্লায় সর্বোচ্চ শনাক্ত ১৯.৮%
Published : Sunday, 20 June, 2021 at 12:00 AM, Update: 20.06.2021 2:17:11 AM
তানভীর দিপু ||
গত দেড়মাসের মধ্যে গতকাল শনিবার কুমিল্লায় সর্বোচ্চ করোনার সংক্রমণ শানক্তের হার ছিলো ১৯ দশমিক ৮ শতাংশ। গত এক সপ্তাহে কুমিল্লা জেলায় সংক্রমণ শনাক্তের ধারাবাহিক হার যে উর্দ্ধমুখী তার চিত্র প্রতিদিনই দেখা যাচ্ছে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যে। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইনও বলছেন, গত ৩ সপ্তাহের সংক্রমণ শনাক্তের হার বিবেচনায় দেখা গেছে কুমিল্লায় করোনা ভাইরাসের সংক্রমণ হার উর্দ্ধমুখী এবং তা আশংকাজনক। এর আগে গত ২ মে ছিলো সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত ২৯ দশমিক ৭ শতাংশ। কিন্তু সেসময় এই হার হঠাৎ করেই বৃদ্ধি পায়, যার ধারাবাহিকতা ছিলো না। কিন্তু গত কয়েকদিনে সংক্রমনের যে উর্দ্ধমুখী ধারাবাহিকতা তা স্পষ্টভাবেই উর্দ্ধমুখী বলছে করোনা প্রতিরোধ সংশ্লিষ্টরা। সংক্রমণ ব্যাধি বিশেষজ্ঞ ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, কুমিল্লায় যে করোনার সংক্রমণ উদ্ধমুখী এটা নিয়ে কোন অনিশ্চয়তা নাই। এখন যে হার পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে করোনা ভাইরাস কুমিল্লা খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে। যে পরিমান পরীক্ষা হচ্ছে তার চেয়ে যদি বেশি পরীক্ষা করা হত তাহলে হয় তো আরো বেশি সংক্রমণ শনাক্তে হার পাওয়া যেত। কিন্তু যে বিষয়টি সাধারণ মানুষের খেয়াল রাখতে হবে - কমিউিনিটি ট্রান্সমিশনের বেগ যদি বাড়ে তাহলে তা ভয়ানক রূপ নিবে। তাই সংক্রমণ রোধে খুব দ্রুত পদক্ষেপ নেয়া হবে। এদিকে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় নতুন করে করোনা শানাক্ত হয়েছেন ৩৮ জন। এর মধ্যে কুমিল্লা সিটি এলাকায় শনাক্ত হয়েছেন ১৬ জন। মৃত্যুবরন করেছেন একজন। এনিয়ে কুমিল্লায় মোট করোনা ভাইরাসেন আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২৮০ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ১৯৫ জন। মোট মৃত্যু বরন করেছেন ৪৫৫ জন। এদিকে করোনা সংক্রমণ রোধে কুমিল্লা জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালতে ২৭টি মামলায় ১১ হাজার ৮ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শহরের বিভিন্ন এলাকায় মাস্ক ব্যবহার ও করোনা স্বাস্থ্যবিধি নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।