ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনা: ওয়েম্বলি থেকে সেমিফাইনাল, ফাইনাল সরাচ্ছে না উয়েফা
Published : Tuesday, 22 June, 2021 at 1:44 PM
করোনা: ওয়েম্বলি থেকে সেমিফাইনাল, ফাইনাল সরাচ্ছে না উয়েফাইউরোর সেমিফাইনাল ও ফাইনালের জন্য নির্ধারিত হয়ে আছে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম। ব্রিটেনে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ম্যাচগুলো সেখান থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। কিন্তু তার আহ্বানে সাড়া দেয়নি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক উযেফা। তারা বলেছে, ম্যাচগুলো নির্ধারিত ভেন্যু থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা তাদের নেই।

সোমবার যুক্তরাজ্যে নতুন সংক্রমণ হয়েছে ১০ হাজার ৬৩৩। মারা গেছেন ৫জন! সব মিলে সংক্রমণ দাঁড়িয়েছে ৪.৬৩ মিলিয়ন ও মৃত ১ লাখ ২৭ হাজার ৯৭৬ জনে। সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়াতেই সেখান থেকে ফাইনাল সরিয়ে রোমে আয়োজনের প্রস্তাব দেন ইতালির প্রধানমন্ত্রী।     

তবে শুক্রবার উয়েফার এক মুখপাত্র বলেছেন, ‘উয়েফা, ইংলিশ এফএ ও কর্তৃপক্ষদের সঙ্গে নিয়ে কাজ করছে। যাতে সফলভাবে সেমিফাইনাল ও ফাইনাল ওয়েম্বলি স্টেডিয়ামেই আয়োজন করা যায়। এখন পর্যন্ত ভেন্যু সরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা উয়েফার নেই।’

তবে দ্য টাইমস নিউজপেপার জানিয়েছে, যদি ওয়েম্বলি সফররত দর্শকদের গ্রহণ করতে সক্ষম না হয়, সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে বুদাপেস্টকে ভেবে রাখা হয়েছে।

ইউরোর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ও ৭ জুলাই। এর পর ১১ জুলাই হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।