চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মধ্যরাতে আগুনে পুড়ে গেছে ছয়টি কাঁচা দোকান। তার মধ্যে একটি গ্যারেজে থাকা ১২টি মোটরসাইকেলও পুড়ে গেছে।
সোমবার (২১ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার সাঈদ মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া।
তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১টার দিকে সারিকাইত ইউনিয়ন এলাকায় কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায় ২টা ৫৫ মিনিটের দিকে। সঙ্গে সঙ্গে দুটি গাড়ি পাঠানো করা হয়। রাত ৩টা ১৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ভোর রাত ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রঞ্জন বড়ুয়া বলেন, অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও একটি গ্যারেজে থাকা ১২টি মোটরসাইকেল পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে।