ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আনসার ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান
বশিরুল ইসলাম
Published : Tuesday, 22 June, 2021 at 6:48 PM
কুমিল্লায় আনসার ভিডিপি’র বৃক্ষরোপন অভিযানমুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপনের অংশ হিসেবে কুমিল্লা জেলা আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ মাধ্যমে বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (২২ জুন) বেলা ৪টায় আনসার ও প্রতিরক্ষাবাহিনী’র জেলা কার্যালয়ের সামনে বৃক্ষরোপন অভিযান ২০২১ কর্মসূচীর আওতায় ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী, আদর্শ সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুস সাত্তার, চান্দিনা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: আরিফ বিল্লা প্রমুখ। 

উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের উপস্থিতিতে জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী বলেন,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী’র আহ্বানে এবং আমাদের মাননীয় মহাপরিচালকের নির্দেশে সারা বাংলাদেশে প্রতিটি গ্রামে দুটি করে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে সবুজ বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করছি এবং আরো একধাপ এগিয়ে যাচ্ছি। আমাদের আনসার ভিডিপি সদস্যদের মাধ্যমে প্রতিটি গ্রামে ২টি করে ফলদ ও বনজ গাছের চারা পৌছে দিচ্ছি এবং তা রোপণের ব্যবস্থা করছি। মাননীয় প্রধানমন্ত্রী ও মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি।