ভূমি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম মনিটরিংয়ে ৪ কমিটি
Published : Wednesday, 23 June, 2021 at 12:00 AM
ভূমি মন্ত্রণালয়ের চলমান গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের জন্য চারটি কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ জুন ভূমি মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
‘অনলাইন শুনানী কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং/ তদারকিকরণ’ নামে কমিটির সভাপতির হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন)। এছাড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে (আইন-২) সদস্য সচিব এবং যুগ্মসচিবকে (আইন-১) সদস্য করা হয়েছে।
?‘সায়রাত মহাল ডাটাবেইজ তৈরি কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং’ কমিটির সভাপতি যুগ্মসচিব (সায়রাত)। এছাড়া এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন উপসচিব (সায়রাত-১)।
ভূমি সেবা ডিজিটালাইজেশনের মনিটরিং সেলের উপসচিবকে ‘কল সেন্টারের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং’ কমিটির সভাপতি করা হয়েছে। সহকারী ম্যাইনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে সদস্য সচিব এবং সিস্টেম এনালিস্টকে এই কমিটির সদস্য করা হয়েছে।
এছাড়া ‘এলডি ট্যাক্স ই-মিউটেশন ও ই-পর্চা কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং’ কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন)। এ কমিটিতে ভূমিসেবা ডিজিটালাইজেশন মনিটরিং সেলের প্রধানকে সদস্য সচিব এবং উপসচিবকে (মাঠ প্রশাসন-১) সদস্য করা হয়েছে।
কমিটিগুলো এসব কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং বা তদারকি করে ভূমি মন্ত্রণালয়ের সচিবকে প্রতি সপ্তাহে ন্যূনতম দু-বার জানাবে। কমিটির প্রয়োজনে আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন বললেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।