লাকসামে রেলওয়ে থানার পাশে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারঃ আটক-৩
Published : Wednesday, 23 June, 2021 at 12:00 AM
লাকসাম প্রতিনিধি : কুমিল্লার লাকসামে জিআরপি থানার পাশে পুলিশ অভিযান চালিয়ে ৪ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল এর নেতৃত্বে লাকসাম থানা পুলিশের একটি বিশেষ দল রেলওয়ে জংশন জিআরপি থানার পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার কার হয়। গ্রেফতারকৃতরা হলেন লাকসাম নৈরপাড় গ্রামের চানঁ মিয়ার ছেলে ডিজে সোহেল,মনোহরগুন্জ লাইলহরী গ্রামের মাফুু আলমের ছেলে ফরহাদ হোসেন ও কিশোর সালাউদ্দিন মুন্না।
২১ জুন সোমবার রাতে রেলওয়ে জংশন জিআরপি থানার সংলগ্ন কলোনির পরিত্যক্ত ভবনে এ অভিযান চালানো হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার লকসাম সার্কেল মোঃ মহিতুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে লাকসাম থানার পুলিশের একটি বিশেষ দল নিয়ে জংশন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করি। এ-সময় জিআরপি কলোনিতে একটি পরিত্যক্ত ভবনের ভিতরে লুকিয়ে রাখা পলিথিন বেগে থাকা ৪ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করি এবং তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়