ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজশাহীতে একদিনে শনাক্ত আরও ১৭১
Published : Saturday, 26 June, 2021 at 2:20 PM
রাজশাহীতে একদিনে শনাক্ত আরও ১৭১রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় ৮৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসাবে সংক্রমণের হার ১৯ দশমিক ৭৯ শতাংশ, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ২৫ শতাংশ বেশি।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার (২৫ জুন) সকাল ৮ থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত রাজশাহীতে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬৪ জনের। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ৪২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৪৮ জন।

অন্যদিকে, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) থেকে ৪৩৭ জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ২৩ জন শনাক্ত হয়েছেন। গত শুক্রবার ছুটির দিন জিন এক্সপার্ট টেস্টসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো প্রকার করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়নি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, ‘প্রতিদিনই করোনা রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে। এতে হাসপাতালের সাধারণ রোগীদের সেবাদান ব্যাহত হচ্ছে। অন্যদিকে গ্রাম থেকে আসা রোগীর আত্মীয়-স্বজনদের অসচেতনতা ও উদাসীনতার কারণে রামেকসহ সর্বত্রই করোনা সংক্রমণের ঝুকি বাড়ছে।’

জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ‘ছুটির দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অনেক কিছুই বন্ধ থাকে। তাই এদিনে পরীক্ষার সংখ্যা কিছুটা কম। আবার মহানগরেও ছুটির দিন থাকায় করোনা টেস্টের সংখ্যাটি কম হয়। তবে করোনা শনাক্তের হার গত এক সপ্তাহ ধরে ২০ শতাংশের ঘরেই রয়েছে। এই হার কমাতে হলে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা বাঞ্ছনীয়।’