ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অনির্দিষ্টকালের জন্য চবির সব পরীক্ষা স্থগিত
Published : Saturday, 26 June, 2021 at 8:36 PM
অনির্দিষ্টকালের জন্য চবির সব পরীক্ষা স্থগিতদেশজুড়ে কঠোর লকডাউন ঘোষণা করায় রোববার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

তিনি বলেন, সরকারি সিদ্ধান্তে সারাদেশে লকডাউন ঘোষণা করায় চবির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পরীক্ষা গ্রহণ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, আগামীকাল (রোববার) স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) থেকে ঢাকা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুর ১২টা থেকে শিক্ষার্থীদের উপস্থিতির ওপর ভিত্তি করে সর্বোচ্চ চারটা বাস একে একে ছেড়ে যাবে।

প্রসঙ্গত, গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন প্রকাশ করে। এর আগে গত ১০ জুন থেকে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা নেয়া শুরু হয়।