ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হবিগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের টেঁটাযুদ্ধে আহত ৫০
Published : Saturday, 26 June, 2021 at 8:40 PM
হবিগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের টেঁটাযুদ্ধে আহত ৫০হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের টেঁটাযুদ্ধে (বল্লমযুদ্ধ) অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট এমওজি ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে ও ১৫ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামের ছালেক মিয়ার সাথে একই গ্রামের নজরুল মিয়ার মধ্যে গ্রামের কিছু সরকারী জায়গা দখল নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা (বল্লম) নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়।

গুরুতর আহত অবস্থায় মনু মিয়াসহ ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৫ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।