লালমনিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বামীর পর স্ত্রীও মারা গেলেন। সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, করোনায় আক্রান্ত হয়ে সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলছুম হ্যাপী (৫৫) মারা গেছেন। এর আগে তার স্বামীও করোনায় আক্রান্ত হয়ে মারা যান বলে তিনি জানান।
সিভিল সার্জন জানান, মৃত্যুর আগে নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। কিন্তু তিনি বৃহস্পতিবার ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর তার ওই রিপোর্টের ফলে জানা যায়, তিনি করোনা পজিটিভ ছিলেন।
এর আগে তার তার স্বামী জিয়াউল হায়দার (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তার স্বামী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তারা লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাপটানা বাজার এলাকার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ১২৭ জন।