নজরুল ইসলাম বাবুল ।।
আমেরিকার একটি হাসপাতালে গত কয়েকদিন যাবত লাইফ সাপোর্টে ছিলেন নারী সাংবাদিকতা জগতের নক্ষত্র দেশের প্রাচীনতম সংবাদপত্র সাপ্তাহিক আমোদ এর উপদেষ্টা সম্পাদক বেগম শামসুন্নাহার রাববী। তিনি এখন না ফেরার দেশের নাগরিক। তাকে আমি খালাম্মা বলে সম্বোধন করতাম। মারা যাওয়ার মাত্র ঘন্টা কয়েক আগে তার একমাত্র পুত্র বাকীন রাব্বীর সাথে ফোন করে আমি খালাম্মার খোঁজ খবর নিচ্ছিলাম। বাকীন কান্নারত অবস্থায় আমাকে কেবল বলল আমার মা এর জন্য সকলকে দোয়া করতে বলো। এর কয়েক ঘন্টা পরই তিনি না ফেরার দেশে চলে গেলেন সবাইকে কাঁদিয়ে।
গেল ক’বছর যাবত তিনি তার কণ্যা সন্তানদের সাথে সুদূর আমেরিকায় বসবাস করছিলেন। জীবন সঙ্গী জনাব ফজলে রাববী মারা যাওয়ার পরও। তিনি তার চার সন্তানের পাশাপাশি সাপ্তাহিক আমোদকেও সন্তানের ন্যায় লালন পালন করে নানা প্রতিকূলতার মাঝেও এর প্রকাশনা অব্যাহত রেখেছেন। তার অমায়িক ব্যবহার হাসি মাখা মুখ সকলকে স্নেহের চোখে দেখা
কারো অজানা নয়। আমি যখন কুমিল্লা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক তখন জনাব মরহুম ফজলে রাব্বীর জন্য সম্মাননার আয়োজন করা হয়েছিল। সপরিবারে তিনি তখন উপস্থিত ছিলেন ছবিটি সে সময়কার।
আল্লাহ খালাম্মাকে জান্নাতবাসী রাখুন এবং পরিবারের সকলকে এ শোক সইবার ক্ষমতা দান করুন।