ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শনাক্ত বেড়েছে ৪৯ শতাংশ, মৃত্যু ৪৮ শতাংশ
Published : Sunday, 27 June, 2021 at 12:00 AM
গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। শনিবার ( ২৬ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনার সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানো গেছে।
অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (২০ জুন থেকে ২৬ জুন) করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৮৭৮টি। আর গত সপ্তাহে ( ১৩ জুন থেকে ১৯ জুন) পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছিল এক লাখ ৪৯ হাজার ১৪০টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে ১৮ দশমিক ৬০ শতাংশ।
একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ১১১ জন আর গত সপ্তাহে শনাক্ত হয়েছিলেন ২৩ হাজার ৫৪১ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার বেড়েছে ৪৯ দশমিক ১৫ শতাংশ।
চলতি সপ্তাহে সুস্থ হয়েছেন ২০ হাজার ৭০৮ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ১৬ হাজার ১২২ জন। অর্থাৎ, সুস্থ হওয়ার হারও বেড়েছে ২৮ দশমিক ৪৫ শতাংশ।
অধিদফতর জানায়, চলতি সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮৭ জন। গত সপ্তাহে মারা গিয়েছিলেন ৩৯৫ জন। সে হিসেবে চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার বেড়েছে ৪৮ দশমিক ৬১ শতাংশ।