ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় প্রাণী সম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
Published : Sunday, 27 June, 2021 at 12:00 AM, Update: 27.06.2021 1:52:03 AM
কুমিল্লায় প্রাণী সম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণবশিরুল ইসলাম ।।
কুমিল্লায় প্রাণী সম্পদ প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৬ জুন শনিবার সকালে কুমিল্লা টাউনহল মাঠে মেলা উদ্বোধন করা হয় এবং একই দিন দুপুরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো: শাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক।
অপরদিকে দুপুরে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল।