Published : Sunday, 27 June, 2021 at 12:00 AM, Update: 27.06.2021 1:52:06 AM
সৌরভ মাহমুদ হারুন।। শুক্রবার কুমিল্লার বুড়িচং থানা পুলিশ পৃথক দুটি অভিযানে ১৭ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করে। প্রথমে শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা -বাগড়া সড়কের শংকুচাইল ঘিলাতলা রাস্তার মাথায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান শুক্রবার দুপুর ১২.৪৫ মিনিটে কুমিল্লার বুড়িচং থানর এস আই বিনোদ দস্তগীর, এ এস আই মেজবাহ আহমেদ ও অহিদুর রহমান খান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা -বাগড়া সড়কের উপজেলার রাজাপুর ইউনিয়ন এর শংকুচাইল বাজারে অবস্থান নেয়। এসময় শংকুচাইল বাজারের ঘিলাতলা রাস্তার মাথায় পুলিশ বাগড়া থেকে কুমিল্লা গামী একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে এবং এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী হল বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন এর বেলতলি(পূর্ব পাড়ার) মৃত উলফত আলীর ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩২)। শুক্রবার বিকালে বুড়িচং থানা পুলিশ বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে এবং আটক মাদক ব্যবসায়ীকে পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
অপর দিকে একই দিন বিকাল সাড়ে ৪ টায় বুড়িচং থানার এস আই বাদল মিয়া, এ এস আই আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকশীমুল ইউনিয়ন এর পাল্টী রাজাপুর কাকড়ি ব্রীজ এলাকায় অবস্থান নেয়।
এসময় পুলিশ কাকড়ি ব্রীজের কুমিল্লা - বাগড়া সড়কে কুমিল্লা গামী যাত্রী বাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করে এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ীরা হল নারায়নগঞ্জ জেলা সদরের পাইক পাড়া গ্রামের মৃত আলী আজমের ছেলে ফয়সাল (২৮) এবং একই গ্রামের মোঃ হাবিবের স্ত্রী সুমী আক্তার (৩২)।