চান্দিনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Published : Sunday, 27 June, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় ইয়াবা সহ মো. সাইফুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকালে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের তুলাতুলী গ্রামে চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ শত ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম তুলাতুলি গ্রামের মৃত আলী নেওয়াজ এর ছেলে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো.সাইফুল ইসলামের বসত ঘরে অভিযান চালিয়ে ১শত ১৫ পিচ ইয়াবা পাওয়া গেছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।