ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় লকডাউন মানতে অনীহা
Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM, Update: 29.06.2021 1:23:44 AM
কুমিল্লায় লকডাউন মানতে অনীহাতানভীর দিপু:
সারাদেশের সাথে আজ সোমবার থেকে কুমিল্লায়ও চলছে শর্তসাপেক্ষ লকডাউন। তবে লকডাউন মানতে সকাল থেকেই সাধারণ মানুষের মাঝে অনীহা দেখা গেছে। দোকানপাট খোলা না থাকলেও শহরের রাস্তায় মানুষের চলাচল ছিলো উল্লেখযোগ্য। রিকশা ছাড়া অন্য যানবাহন চলাচল করার কথা না থাকলেও রাস্তায় দেখা গেছে সিএনজি, অটোরিকশা, প্রাইভেটকার-মোটরসাইকেলসহ নানান যানবাহন। লকডাউন মানাতে নগরী ও উপজেলা সদরগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন। এছাড়া জেলা পুলিশের সদস্যরাও বিভিন্ন সড়কে লকডাউনে মানাতে দায়িত্ব পালন করে।  
লকডাউনে স্বাস্থ্যবিধি মানাতে কুমিল্লা নগরীতে গতকাল সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। নগরীর বিভিন্ন পয়েন্টে একযোগে পরিচালিত মোবাইল কোর্টে ২৭টি মামলায় ১৩ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন উপজেলা সদরেও মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী অফিসারগণ।
মোবাইল কোর্টে জরিমানার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় জেলা প্রশাসন। এদিকে নগরীতে সকালে পুলিশী টহলে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) আবদুর রহিম। এসময় তার কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এদিকে লকডাউনের মধ্যেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করেই চলেছে প্রাইভেটকার ও মাইক্রোবাস। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ট্রাক, কাভার্ডভ্যান, মিনিট্রাকে করে ঢাকা, চট্টগ্রাম ফেণী, নোয়াখালী, চাঁদপুরের যাত্রী পরিবহনের চিত্রও দেখা গেছে অহরহ। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়ায় যাত্রী নেয়ার পাশাপাশি এসব যানবাহনে মানা হয় নি কোন স্বাস্থ্যবিধি অনেক যাত্রী ও চালকের মুখে মাস্ক ব্যবহার করতেও দেখা যায় নি। এছাড়া গাদাগাদি করেই যাত্রী পরিবহন করা হয়েছে এসব যানবাহনে।