Published : Monday, 28 June, 2021 at 6:59 PM, Update: 28.06.2021 7:45:07 PM
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ১৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০৩ জনই সিটি কর্পোরেশনের । শনাক্তের হার ৩৩ শতাংশের বেশি। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে-এটি কুমিল্লায় শনাক্ত এবং শনাক্তের হারের রেকর্ড। এছাড়া গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৩জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ২ জনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। অন্যদিকে কুমিল্লায় আরো ৪০ জন করোনা ভাইরাস আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে সিভিল সার্জন কার্যালয়। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ২৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৫০ জন। অর্থাৎ চিকিৎসাধীন আছেন ২ হাজার ৩৭৫ জন। এছাড়া জেলায় সর্বমোট মৃত্যু ৪৭৩ জনের।
কুমিল্লা সিটিতে ১০৩ জন ছাড়াও আদর্শ সদরে ৯ জন, সদর দক্ষিণে ৩ জন, বুড়িচং ৪ জন, ব্রাহ্মণপাড়া ৫ জন, চান্দিনা ৬ জন, চৌদ্দগ্রাম ৫ জন, দেবিদ্বার ১১ জন, দাউদকান্দি ৫ জন, লাকসাম ৩ জন, লালমাই ১ জন, নাঙাগলকোট ১ জন, বরুড়া ১০ জন, মনোহর গঞ্জে ২ জন, মুরাদনগরে ১ জন তিতাস ২ জন এবং হোমনায় ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া বিদেশগামী ২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।