Published : Monday, 28 June, 2021 at 12:00 AM, Update: 28.06.2021 1:31:01 AM
রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৭টি ড্রেজার
বন্ধ করা হয়েছে। রবিবার (২৭ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার
মাধাইয়া ইউনিয়নের বাখরাবাদ, মীরগঞ্জ ও নাওতলা এলাকায় অভিযান চালায়
ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি
কমিশনার (ভূমি) রুবাইয়া খানম এর নেতৃত্বে ওই অভিযান পরিচালান করা হয়। এসময়
একজনকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
জানা যায়-
চান্দিনা উপজেলা জুড়ে অবাধে চলছে অবৈধ ড্রেজার। উপজেলার মাধাইয়া ইউনিয়নের
মাত্র ২ কিলোমিটারের মধ্যে ১৭টি ড্রেজার চালানোর ফলে মারাত্মক ক্ষতির মুখে
পড়েছে এলাকাবাসী। পরে স্থানীয় বাসিন্দারা ইউএনও ও এসি (ল্যান্ড) এর নিকট
মোবাইল ফোনে বিষয়টি অবহিত করার পর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া
খানম এর নেতৃত্বে অভিযানে যায় ভ্রাম্যমান আদালত। এসময় তিনি ১৭ টি ড্রেজারের
মেশিন ও পাইপ নষ্ট করে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানের সময়
কর্তব্য কাজে বিরক্ত করায় এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তাকে
এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার ভ্রাম্যমান আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।