Published : Monday, 28 June, 2021 at 12:00 AM, Update: 28.06.2021 1:30:40 AM
কুবি
প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ধীরেন্দ্রনাথ দত্ত হলের পাঁচ
তলায় রঙের কাজ করার সময় পড়ে মারা গিয়েছে এক রং-মিস্ত্রি । রোববার (২৭ জুন)
বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাথে
কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত
দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
তিনি বলেন, দুর্ঘটনার পর আহত
অবস্থায় ঐ শ্রমিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে
কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, কোভিড-১৯
পরিস্থিতির কারণে বন্ধ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলার প্রস্তুতি
হিসেবে বিশেষ প্রকল্পের আওতায় প্রতিটি হল সংস্কার কাজ চলছে। এই কাজের অংশ
হিসেবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সংস্কার কাজ চলছিল। হঠাৎই পাঁচ তলা
থেকে পড়ে যান এই শ্রমিক। পরবর্তীতে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের
মেডিকেলে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল
কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মৃত্যু হয় তার।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।