ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কঠোর লকডাউনের প্রথমদিনে ব্রাহ্মনপাড়ায় নেই প্রশাসনের তৎপরতা
ইসমাইল নয়ন
Published : Monday, 28 June, 2021 at 6:55 PM
কঠোর লকডাউনের প্রথমদিনে ব্রাহ্মনপাড়ায় নেই প্রশাসনের তৎপরতাবিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ। বাড়ছে সংক্রমণ ও মৃত্যুও। সার্বিক দিক আমলে নিয়ে সরকার জরুরি ভিত্তিতে কঠোর লকডাউনের ঘোষণা দেন। এদিকে কঠোর লকডাউনের প্রথমদিনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চলছে ঢিলেঢালা লকডাইন। লকডাউন বাস্তবায়নে প্রশাসনের নেই তেমন কোনো উল্লেখযোগ্য তৎপরতা। উপজেলার সদর বাজারসহ বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা রেখেই চলেছে বেচাকেনা। রাস্তায় আগের নিয়মেই চলছে যানবাহন।   

সরেজমিনে ব্রাহ্মণপাড়া উপজেলার  বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ সড়কে ব্যাপক ভাবে যানবাহন চলাচল করছে। স্বাস্থ্য বিধি না মেনে মানুষ নির্বিঘ্নে চলাচল করছে। অনেক দোকানপাটও খোলা রেখে চলছে কেনাবেচা। প্রশাসনের কর্মকর্তাগণ দায়সারাভাবে মাঝে মধ্যে বের হয়ে কিছু জরিমানা আদায় করলেও নেই তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা। এতে করে সরকার ঘোষিত কঠোর লকডাউন ব্যহত হচ্ছে বলে মনে করছেন এলাকার সচেতন মহল খোঁজ নিয়ে জানা যায়। সচেতন মহল মনে করছেন এ উপজেলায় দায়সারা ভাবে প্রশাসনিক কার্যক্রম চললে উপজেলায় বাড়বে করোনা সংক্রমণ। প্রশাসনিক তৎপরতা না থাকার ফলে মানুষ স্বাস্থ্যবিধিও মানছেন না। এতে করে হুমকির মুখে পড়ছে উপজেলার সাধারণ মানুষ।
কঠোর লকডাউনের প্রথমদিনে ব্রাহ্মনপাড়ায় নেই প্রশাসনের তৎপরতা
এ ব্যাপারে শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ূম জানান, প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। ব্রাহ্মণপাড়া কঠোর লকডাউন ঠিকভাবে পালিত হচ্ছে না। সংশ্লিষ্ট সরকারি লোকজন ও সাধারণ মানুষের যৌথ প্রচেষ্টায় কঠোর লকডাউন বাস্তবায়ন করা সম্ভব।