ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একদিনে আরো শতাধিক রোগী শনাক্ত কুমিল্লায়
Published : Monday, 28 June, 2021 at 12:00 AM, Update: 28.06.2021 1:31:14 AM
একদিনে আরো শতাধিক রোগী শনাক্ত কুমিল্লায়তানভীর দিপু:
কুমিল্লায় করোনা ভাইরাসের সংক্রমণ চিত্র প্রতিদিনই আশংকাজন ভাবে অবনতির দিকে যাচ্ছে। সংক্রমণ শনাক্তের হার যেমন বাড়ছে-তেমনি বাড়ছে ভাইরাসে আক্রান্তের সংখ্যাও। মৃত্যুর হার না বাড়লেও এহারে সংক্রমণ বাড়তে থাকলে তা বিপজ্জনক পরিস্থিতি তৈরী করতে পারে বলে শংকা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। গতকাল রবিবার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যে দেখা গেছে, শনাক্তের হার ২৫ শতাংশের বেশি। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১০৪ জন। প্রাণহানি হয়েছে আরো একজনের ।  
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, কুমিল্লায় করোনা সংক্রমণ ক্রমাগতই উর্দ্ধমুখী। তারপরও সাধারণ মানুষ সচেতন না, যা সত্যিই আশংকার কারণ। আমরা হাসপাতালগুলোকে প্রস্তুত রেখেছি। হাসাপাতালগুলোতে পরিস্থিতি অনুযায়ী বেড সংখ্যা ও সেবা বাড়ানো হবে।
এদিকে আজ থেকে সরকারি নির্দেশনায় সীমিত পরিসরে লকডাউনে দোকানপাট, শপিংমল ও গণপরিবহন বন্ধ থাকবে। অতিপ্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হতেও পারবে না। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, লকডাউন আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন ছাড় দেয়া হবে না। প্রয়োজনে জরিমানার পাশাপাশি জেল দেয়া হবে।  
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গতকাল শনিবার দিনেও আইসিইউতে প্রবেশের জন্য অপেক্ষমান  ছিলেন অনেকে। অন্যদিকে করোনায় আক্রান্ত বয়স্কদের পাশাপাশি তরুণ ও মধ্যবয়সীদের মৃত্যুর সংখ্যা বাড়েেছ। গতকাল শনিবার কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ২৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। এর আগেও পরিসংখ্যানে দেখা গেছে, পঞ্চাশোর্ধদের পাশাপাশি ২০বছরের কম বয়সীদেরও প্রাণ কেড়ে নিচ্ছে করোনা ভাইরাস।
কুমেক করোনা ইউনিটের চিকিৎসকদের মতে, অনেকেই হাসপাতালে ভর্তি হতে আসছেন শেষ মুহুর্তে। ভাইরাসে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থা খারাপ হলেই নিয়ে আসা হচ্ছে হাসপাতালে।
এপর্যন্ত কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়েচেন সর্বমোট ১৩ হাজার ৮৫০ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৬১০ জন। মোট প্রাণহানির সংখ্যা ৪৭০।
এদিকে সোমবার থেকে শুরু হওয়ে সীমিত লক ডাউনে দোকানপাট বন্ধ ও খোলা রাখার নির্দেশনা দিয়েছে কুমিল্লা দোকান মালিক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকনের বড়াত দিয়ে নগরী জুড়ে মাইকিংয়ে জানানো হয়, ২৮জুন সোমবার থেকে ১ জুলাই বৃহস্পতিবার সকাল পর্যন্ত সকল মার্কেট, শপিংমল, শো রুম,সুপার শপ, ব্র্যান্ডশপসহ সকল দোকান পাট বন্ধ থাকবে। তবে নিউ মার্কেট, রাজগঞ্জ বাজার, চকবাজার, রানীর বাজার, বাদশা মিয়ার বাজারসহ অন্যান্য কাচাবাজার ও মুদি দোকান সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। খাবার দোকান পার্সেল বা অনলাইনে বেচাকেনা করতে পারবে। ঔষধ দোকান খোলা থাকবে।