ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা-৫ আসনে প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
জাতীয় পার্টির তদন্তদল কুমিল্লায়
Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM, Update: 29.06.2021 1:24:03 AM
জাতীয় পার্টির তদন্তদল কুমিল্লায়জহির শান্ত ।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিন মনোনয়ন প্রত্যাহার করে নেয়ার বিষয়ে গঠিত তিন সদস্যের তদন্ত দল কুমিল্লায় এসেছেন। সোমবার (২৮ জুন) বিকেলে তদন্ত দলের প্রধান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুমিল্লা সার্কিট হাউসে এসে পৌঁছান। তদন্ত দলের অন্য দুই সদস্য হচ্ছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম পাটোয়ারী এমপি এবং রানা মোহাম্মদ সোহেল এমপি। এছাড়াও তাদের সাথে এসেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আলমগীর হোসেন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া বলেন, ‘কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে জসিম উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়ার সময় তিনি আমাদের নিশ্চিত করেছিলেন- যে কোনো পরিস্থিতিতেই তিনি নির্বাচনের মাঠে থাকবেন। কিন্তু হুট করেই কাউকে কিছু না বলে জসিম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিষয়টি আমাদেরকে হতবাক করেছে। এর কারণ অনুসন্ধানে দল থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এজন্যই আমরা কুমিল্লায় এসেছি। প্রার্থী জসিম উদ্দিনকে ডাকা হয়েছে, তার সাথে কথা বলবো। স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলবো। তারপর তদন্ত প্রতিবেদন দাখিল করবো।’
এসময় কুমিল্লা সার্কিট হাউস প্রাঙ্গণে জাতীয়র পার্টির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির আহবায়ক এয়ার আহমেদ সেলিম, সদস্য সচিব হুমায়ূন কবির মুনশী, যুগ্ম আহবায়ক ওবায়দুল কবির মোহন, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব কাজী নজমুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ জুন কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন। পরে ২৫ জুন এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেম খানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।