Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM, Update: 29.06.2021 1:26:05 AM

তানভীর দিপু:
গত
২৪ ঘন্টায় কুমিল্লায় ১৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০৩
জনই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। জেলায় শনাক্তের হার ৩৩ শতাংশেরও
বেশি। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে-এটি কুমিল্লায় একদিনে
করোনা রোগী শনাক্ত এবং শনাক্তের হারের রেকর্ড এটি। এছাড়া গত ২৪ ঘন্টায়
কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৩জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনই
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
অন্যদিকে কুমিল্লায় আরো ৪০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে তথ্য প্রকাশ
করেছে সিভিল সার্জন কার্যালয়।
জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪
হাজার ২৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৫০ জন। অর্থাৎ চিকিৎসাধীন
আছেন ২ হাজার ৩৭৫ জন। এছাড়া জেলায় সর্বমোট মৃত্যু ৪৭৩ জনের।
কুমিল্লা
সিটিতে ১০৩ জন ছাড়াও আদর্শ সদরে ৯ জন, সদর দক্ষিণে ৩ জন, বুড়িচং ৪ জন,
ব্রাহ্মণপাড়া ৫ জন, চান্দিনা ৬ জন, চৌদ্দগ্রাম ৫ জন, দেবিদ্বার ১১ জন,
দাউদকান্দি ৫ জন, লাকসাম ৩ জন, লালমাই ১ জন, নাঙ্গলকোট ১ জন, বরুড়া ১০ জন,
মনোহর গঞ্জে ২ জন, মুরাদনগরে ১ জন তিতাস ২ জন এবং হোমনায় ৪ জন করোনা
আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া বিদেশগামী ২ জন করোনা আক্রান্ত শনাক্ত
হয়েছেন।
এদিকে পরিসংখ্যানে দেখা গেছে, গত ৬ মাসে কুমিল্লায় করোনা
আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন ২১২ জন। আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৫২ জন।
তবে গত ৪ সপ্তাহে কুমিল্লায় সংক্রমণ সূচকের যে উর্দ্ধগতি তা আগে কখনো দেখা
যায় নি। এই চার সপ্তাহ সংক্রমণ বেড়েছে ৪ গুণ। জুন মাসের শুরুতে সংক্রমনের
হার যেখানে ৮ শতাংশ ছিলো মাসের শেষাংশে গতকাল এই হার দাঁড়িয়েছে ৩৩ শতাংশে।
মাসের শুরুতে জেলার বিভিন্ন উপজেলায় শনাক্তও পরিলক্ষিত হয় নি, কিন্তু
গতকালের রিপোর্টে সব উপজেলাতেই নতুন করে অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন।
কুমিল্লা
সিটি কর্পোরেশন এলাকায় যে হারে করোনা আক্রান্ত হচ্ছে- সে ক্ষেত্রে
সিটিতেই যেন ভঙ্গুর স্বাস্থ্যবিধি। লকডাউনের মধ্যেও বিভিন্ন এলাকায় জন
সমাগম, বাজার, কেনাকাটা এসব চলছেই। সচেতন নাগরিকদের দাবি, কুমিল্লা সিটি
কর্পোরেশন এলাকায় সংক্রমণ কমিয়ে আনতে প্রশাসনের আরো কঠোর পদক্ষেপ। না হয়-
সংক্রমণে জর্জরিত হয়ে পরবে কুমিল্লা নগরী।