ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পেনাল্টি মিসের পর ক্ষমা চাইলেন এমবাপ্পে
Published : Tuesday, 29 June, 2021 at 1:04 PM
পেনাল্টি মিসের পর ক্ষমা চাইলেন এমবাপ্পে২০১৮ বিশ্বকাপ জয়ের পর অনেকেই ভেবেছিল ইউরোতেও বুঝি ফরাসি বিপ্লব আসন্ন। কিন্তু ফুটবল দেবতার বুঝি চাওয়া ছিল অন্য কিছু। উত্তেজনা ছড়িয়েও সুইজারল্যান্ডের কাছে পেনাল্টি শুটআউটে (৫-৪) হেরে গেছে ফ্রান্স। তাতে শেষ ষোলোতেই ইউরো অভিযান শেষ হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের।

শেষ পেনাল্টি নিতে গিয়ে পুরোপুরি ব্যর্থ ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ব্যর্থতায় নিজেও পুরোপুরি ভেঙে পড়েছেন। গোল করতে না পারায় টুইটারে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। টুইটারে এমবাপ্পে লিখেছেন, ‘এই মুহূর্তে নতুন করে শুরু করাটা কঠিন। ছিটকে যাওয়ায় যন্ত্রণার পরিমাণটা অনেক বেশি, আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি।’

পেনাল্টি মিস হওয়ায় এমবাপ্পে ক্ষমা চেয়ে বলেছেন, ‘পেনাল্টিটির জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আসলে দলকে সহায়তা করতে চেয়েছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি। এমন পরিস্থিতিতে ঘুমুতে যাওয়া খুব কঠিন। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, খেলার এই উত্থান-পতনকে আমি খুবই ভালোবাসি।’

বিশ্বচ্যাম্পিয়নরা ইউরোয় অন্যতম ফেভারিট হয়েই আসর শুরু করেছিল। কিন্তু ব্যর্থ হওয়ায় ভক্তদের নিরাশ হতে বারণ করেছেন এমবাপ্পে। বলেছেন, ‘জানি, ভক্তরা ভীষণভাবে হতাশ হয়েছেন। এর পরেও অকুণ্ঠ সমর্থন ও সব সময়ের আস্থার জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সামনে আরও শক্তিশালী হয়ে ফেরা। সুইজারল্যান্ডকে অভিনন্দন ও শুভকামনা।’