ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিন মাস পর ভারতে দৈনিক শনাক্ত ৪০ হাজারের নিচে
Published : Tuesday, 29 June, 2021 at 1:20 PM
তিন মাস পর ভারতে দৈনিক শনাক্ত ৪০ হাজারের নিচেকরোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার তিন মাস পর ভারতে দৈনিক শনাক্তের সংখ্যা ৪০ হাজারের নিচে নেমেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, মঙ্গলবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ৩৭ হাজার ৫৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে ৯০৭ জনের।

নতুন আক্রান্তদের নিয়ে ভারতে শনাক্ত মোট রোগীর সংখ্যা তিন কোটি তিন লাখ ১৬ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে। বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে আছে ভারত।

কোভিড-১৯ মহামারীতে মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৬৩৭ জনের। মৃতের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র শীর্ষে আর ব্রাজিল দ্বিতীয় স্থানে আছে।

ভারতজুড়ে এখন সক্রিয় রোগীর সংখ্যা পাঁচ লাখ ৫২ হাজার ৬৫৯ জন। সক্রিয় রোগীর হার শনাক্ত মোট রোগীর মাত্র এক দশমিক ৮২ শতাংশ।

টানা ২২ দিন ধরে দেশটিতে পজিটিভির হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। কোভিড-১৯ পজিটিভির হার পাঁচ শতাংশের নিচে থাকা এলাকাগুলোকে ‘সেইফ জোন’ বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।