ধর্ষণ-হত্যাচেষ্টার ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির করা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ জুন) ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (২৩ জুন) রাজধানীর দক্ষিণখান থানায় মানবপাচারের অভিযোগে করা মামলায় অমিকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত এই রিমান্ড শুনানির জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।
এদিকে গত মঙ্গলবার (২৯ জুন) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ধর্ষণ-হত্যাচেষ্টার ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। অন্যদিকে, তার আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমীদা পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করে।
এর আগে, ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯৫টি পাসপোর্ট, অমির ৪টি বিলাসবহুল গাড়ি, ২২টি হার্ড ডিস্ক, সম্পত্তির দলিল, ক্রেডিট কার্ড, অলিখিত স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের চেক বই, ভিসা কার্ড, পেনড্রাইভ ও মোবাইল সেট জব্দ করা হয়।
গত ১৭ জুন রাজধানীর দক্ষিন খান থানায় অমির বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেন এক ভুক্তভোগী। মামলায় অমি ছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচ-সাতজনকে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।