Published : Wednesday, 30 June, 2021 at 12:00 AM, Update: 30.06.2021 1:08:10 AM
তানভীর দিপু:
বাংলাদেশ
মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের স্বাকৃতি না থাকা সত্ত্বেও নামের পাশে
‘এফসিপিএস’ শিক্ষাগত যোগ্যতা ব্যবহার করায় কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স
এলাকায় কুমিল্লা বসুন্ধরা ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার নামে একটি
প্রতিষ্ঠানের সজীব নূর নামে চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে
ভ্রাম্যমান আদালত। একই ধরনের অভিযোগে ওই প্রতিষ্ঠানের কাজী উম্মে কুলসুম
সবার চোখে ফাঁকি দিয়ে চলে যায়। এসময় কুমিল্লা বসুন্ধরা ডায়াগনস্টিক এন্ড
কনসাল্টেশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ছাড়াও সিলগালা করেছে
ভ্রাম্যমান আদালত। এছাড়া গোমতী হাসপাতাল নামে আরো একটি প্রতিষ্ঠানে
মেয়াদোত্তীর্ন ঔষধ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট
মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে অংশ নেন জেলা সিভিল সার্জন
কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়, ডা. ইকবাল হাসান মাহমুদ ও ডা.
সৈয়দ মইনুল হক।
ডা. সৌমের রায় জানান, কুমিল্লা বসুন্ধরা ডায়াগনস্টিক
এন্ড কনসাল্টেশন সেন্টারের বিরুদ্ধে বিভিন্ন সময় দালাল ব্যবহার করে জোর করে
রোগী নিয়ে আসাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে জেলা
জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে স্বাস্থ্যবিভাগ ভ্রাম্যমান
আদালত পরিচালনা করে। সেখানে গিয়ে সজীব নূর এবং উম্মে কুলসুম নামে দুই
চিকিৎসককে পাওয়া যায় যারা বিএমডিসি’র স¦ীকৃতি ছাড়া শিক্ষাগত যোগ্যতা নামে
পাশে ব্যবহার করে আসছিলো। এসময় চিকিৎসক সজীব নূরকে এক লাখ টাকা জরিমানা করে
তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়। উম্মে কুলসুম ভ্রাম্যমান আদালতের চোঁখ ফাকি
দিয়ে চলে যায়। এছাড়া সেখানের প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ ক্যামিকেল এবং
মেডিকেল অফিসারের সাক্ষর ছাড়া বিভিন্ন রিপোর্ট পাওয়া যায়। যে কারণে
প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করে দেয়া হয়। অপর
আরেক অভিযানে নগরীর নজরুল এভিনিউ এলাকায় গোমতী হাসপাতালে অস্বাস্থ্যকর
পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করে
ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান,
ডা. সজীব নূরকে তার পদবীর কাগজপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেন
নি। এজন্য ভুয়া পদবি ব্যবহার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করে আদায় করা
হয়। এছাড়া কুমিল্লা বসুন্ধরা ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারকে ৫০
হাজার ও গোমতী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।