ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়া আমড়াতলী সড়কে ডাকাতি
Published : Tuesday, 29 June, 2021 at 1:31 PM
বরুড়া আমড়াতলী সড়কে ডাকাতিকুমিল্লার  বরুড়া উপজেলা আমড়াতলী বাজারের পুর্ব পাশে সোমবার রাতে এক ব্যাংক কর্মকর্তা ডাকাতির কবলে পড়ে।
জানা যায় বরুড়া টু লালমাই সড়কে আমড়াতলী বাজারের পূর্ব দিকে শাহারবানু স্কুল এন্ড কলেজের সামনে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের সময় আল আরাফা ইসলামী ব‍্যাংক বরুড়া শাখার ফিল্ড অফিসার মোঃ সিরাজুল ইসলামকে কুপিয়ে তার টিভিএস  বাইক, মানিব্যাগ ও মোবাইল ডাকাতি করে নিয়ে যায়।
স্কুলের সামনে স্পীড বেকার থাকলে ও কোন আলোর ব্যবস্থা নেই।  আহত সিরাজকে চিকিৎসার জন্য বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাতেই খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার মজুমদার ঘটনার স্থলে যান। সিরাজুল ইসলামের চিকিৎসার ব্যবস্হা করেন। ওসি ইকবাল বাহার মজুমদার বরুড়া থানা । দীর্ঘ দিন ডাকাতি বন্ধ থাকার পর সোমবার রাতে পুনরায় ডাকাতি শুরু হলো। ইকবাল বাহার জানান ডাকাতি বন্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন।