যুক্তরাষ্ট্রের ৫ নম্বর প্রযুক্তি কোম্পানি হিসেবে ট্রিলিয়ন ডলার ক্লাবে নাম লেখাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর আগে এমন রেকর্ড গড়েছিল অ্যাপল, মাইক্রোসফট, আমাজন ও গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। ২৮ জুন সিএনবিসি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে ফেসবুকের শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ফেসবুকের বিরুদ্ধে অবৈধ প্রতিযোগিতার অভিযোগ এনেছিল মার্কিন ট্রেড কমিশন (এফটিসি)। এফটিসি ও দেশের ৪৮ অঙ্গরাজ্য মিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে মামলাটি করে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ও রাজ্য সরকারের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। মামলায় জিতে যাওয়ার পর ফেসবুকের শেয়ারের দর বেড়ে যায়।
ফেসবুক ও ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা যেসব বিজ্ঞাপন দেখেন তা থেকেই মূল আয়টা আসে ফেসবুকের। এছাড়া বিভিন্ন প্রযুক্তি পণ্য তৈরি করছে ফেসবুক।