দেশে আসছে সরকারের ক্রয়কৃত সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা
Published : Wednesday, 30 June, 2021 at 2:26 PM
দেশে আসছে চীনের কোম্পানি সিনোফার্ম উদ্ভাবিত করোনাভাইরাসের ২০ লাখ ডোজ টিকা। বাংলাদেশে চীনের দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন হুয়ালং ইয়ান আজ বুধবার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
ফেসবুকে হুয়ালং ইয়ান জানিয়েছেন, বাংলাদেশ সরকারের বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা বেইজিংয়ে সরবরাহের জন্য প্রস্তুত।
মহামারী করোনার নতুন ঢেউ মোকাবেলায় বাংলাদেশি বন্ধুদের সঙ্গে চীন থাকবে বলেও অঙ্গীকার করেছেন চীনের দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন।