ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতকে হারিয়ে সুখবর পেলেন নিউজিল্যান্ড অধিনায়ক
Published : Wednesday, 30 June, 2021 at 4:56 PM
ভারতকে হারিয়ে সুখবর পেলেন নিউজিল্যান্ড অধিনায়কবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ক্রিকেট দল। 

দলকে শিরোপা উপহার দিতে প্রথম ইনিংসে ৪৯ রান করা উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসে অবিচ্ছিন্ন ৫২ রান করে দলের জয় নিশ্চিত করেন। 

দুই ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের মুকুট পুনরুদ্ধার করেছেন উইলিয়ামসন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেই উইলিয়ামসনকে সরিয়ে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। অজি এ তারকা ব্যাটসম্যানকে দুই নম্বরে নামিয়ে ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলেন উইলিয়ামসন।

ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বর পজিশন ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশান।

৮১২ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো চার নম্বর পজিশনেই আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। পাঁচ ও ছয় নম্বরে আছেন যথাক্রমে জো রুট ও রোহিত শর্মা। 

সাতে ঋষভ পন্ত, আট ও নয় নম্বর পজিশনে আছেন ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি কক। দশে আছেন হেনরি নিকোলস। টপ টেনে জায়গা হয়নি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের।