ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গুরুতর অসুস্থ নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি
Published : Wednesday, 30 June, 2021 at 7:26 PM, Update: 30.06.2021 7:36:52 PM
গুরুতর অসুস্থ নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তিগুরুতর অসুস্থ অবস্থায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে (৭০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খ্যাতিমান এ অভিনেতাকে মঙ্গলবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। খবর এনডিটিভির।

তার নিউমোনিয়া ধরা পড়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্ত্রী রত্না পাঠক।

রত্না পাঠক জানান, নাসিরউদ্দিন শাহের ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে। তবে উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আপাতত তার অবস্থা স্থিতিশীল। আশা করি খুব দ্রুত তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

কিছুদিন আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসিরউদ্দিন শাহ। তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরে যান।

নিজের ফিল্মি ক্যারিয়ারে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নাসিরউদ্দিন শাহ। শেষবার তাকে দেখা গেছে ২০২০ সালে 'মী রাকসাম' নাটকে।

২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব-সিরিজ 'বান্দিশ ব্যান্ডিটস'- এ বন্দি দস্যু চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন।

'মাসুম', 'সরফরোশ', 'ইকবাল', 'অ্যা ওয়েটনাস্টডে', 'মনসুন ওয়েডিং' এবং 'মকবুল' -এর মতো ছবিতে নাসিরউদ্দিন শাহর অভিনয় দর্শকদের হৃদয় কেড়েছে।